T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় সৌভিক বন্দ্যোপাধ্যায়

প্রশ্ন
লোকটাকে একেবারে একা করে দিয়েছেন ঈশ্বর –
মা-বাবা নেই, সংসার ছিল একদা যা লালনীল আলোর মধ্যে
পাক খেতে খেতে হারিয়ে গেছে , আত্মীয়স্বজনের সঙ্গে তেমন যোগাযোগ নেই
বন্ধুরা যে যার মতো ব্যস্ত ও ত্রস্ত
বাইরে থেকে কলিং বেল বাজিয়ে ভেতর থেকে
দরজা খোলে লোকটা প্রতিদিন, প্রতিদিন একা একা খাবার খায়
উন্মুক্ত জ্যোৎস্নায়, নীল তারার সমুদ্রে ভাসতে ভাসতে লোকটা
ঘুমিয়ে পড়ে , না পড়ে না, শহর তা নিয়ে মাথা ঘামায় না
তবু মনে হয়, মানুষ যে ভাবে যায় , মানে যেতে বাধ্য হয় –
একা , মোহহীন , ধূসর
ঈশ্বর বহু আগে থেকেই লোকটাকে সেভাবে তৈরি করে দিয়েছেন
মায়ামুক্ত করে তাকে দুর্দান্ত হিরো করে দিয়েছেন অনেক আগেই
এরপর লোকটার আর কোনো কিছু হারাবার নেই, ভয় নেই
এই কারণের জন্যে, এই আশ্চর্য ট্রেনিংয়ের জন্যে
কাঁদতে কাঁদতেও লোকটা কি ঈশরকে ধন্যবাদ জানিয়ে
এক পেগ হুইস্কি খাবে
নাকি রাতপাহাড়ের দিকে বিষণ্ণ হেঁটে যাবে ক্রমাগত –
এটাই আসল প্রশ্ন।