T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় রাজু মণ্ডল

১) ফাঁক
একটি শব্দ লেখার পর ফাঁক আসে। তারপর দ্বিতীয় শব্দ রচিত হয়। তারপর আবার ফাঁক। এভাবেই চলতে থাকে ব্রহ্মাণ্ড। ফাঁক মানে শুন্য। আর শুন্য দিয়েই জোড়া হয় প্রতিটা সংসার।
ফাঁক না থাকলে কোন মুখকেই আলাদা করে চেনা যেত না।
যেমন ফাঁক দিয়ে দিয়ে একটি শিশু আঁকা হলো।
২) স্মরণ
ভালোলাগা স্মরণের অভ্যাস
ঠিক যেমনটি নও তার থেকেও বেশি ভাবে
মন
জেনো,
তোমাকে কাছে রেখেই সে
স্বপ্ন রচনা করে
এমনকি তুমি সরে গেলেও
সে তোমাকে জুড়ে রাখে হৃদয়ের আকাশে
শুধু স্মরণে রাখবে বলে
সে দীর্ঘপথকে তোমার নামে খোদাই করে রাখে।