T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় রুষা

শেষ ট্রেন
শেষ ট্রেনের হুইসেল রাত কে বিদায় জানায়…
মিশে থাকে বিষন্নতা,
শেষ ট্রেনের যাত্রীরা বিষন্নতার একেকটি পাতা।
পসরার বোঝা ধকল মেখে চলেছে অনন্ত বিশ্রামের পথে…
তারা ঘরে ফিরছে।
শুধু বাতাসে প্রশ্ন ঘুরপাক খেতে থাকে,
যারা আজ ফিরছে…
তারা কি কাল ও ফিরবে?…
নিষিদ্ধ
সম্পর্কের সংজ্ঞা থাকে…
সংজ্ঞা অনুযায়ী চলতে হয়।
নিষিদ্ধ মানব মানবী ধোঁয়া হয়ে উড়ে যায়।…
ছিঃ!
উন্মাদ তকমা
নিয়ম মেনে চলো।
নক্রচরিত
পৃথিবীর একটা দিকে পচন ধরছে
পচন ছড়িয়ে দিচ্ছে…
দিনশেষে ব্যর্থ জোকারের প্রতিচ্ছবি।
রং মাখো
খুশি থাকো
সান্তনা পাও যে যার মতন।
হা নক্র!