T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় আশিস চৌধুরী

১)মায়া মরিচীকা
পথের সাথে গল্প করতে করতে
চলে এসেছি কতদূর
প্রেমের মধুপুর দেখবো বলে
আরও কত গল্প আছে
আরও কতদূর যেতে হবে জানি না
এতটা দূরে চলে এসেছি যে
আর কি ফেরা যায়?
মধুপুর সত্যিই আছে কি না
কেউ জানে না,তবু এই পথ চলা
মাঝে মাঝে মনে হয়
এ শুধু মায়া মরিচীকা।
২) তোমাকে
তোমার আকাশ তারা দিয়ে
সাজাতে চেয়েছিলাম
কিন্তু দেখলাম টুনি বালব্ই
তোমার অধিক পছন্দ
টুনি বালব ্ কোথায় পাবো
হে বালিকা?আমি যে প্রকৃতি বালক
অবুঝ হয়ো না
যা আছে তাই নাও
শিশিরবিন্দু পরিয়ে দেবো কানে
মুক্তোর চেয়েও যা দামি
শিউলি ফুলের কণ্ঠহার বানিয়ে দেবো
জোনাকি দিয়ে নাকছাবি গড়ে দেবো
দেখবে তোমার দিকে সকলে
অবাক বিষ্ময়ে চেয়ে আছে সে কথা বোঝ?
অবুঝ হয়ো না হে বালিকা!