T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় তন্দ্রা ভট্টাচার্য্য

দোষ
দোষ দেবো কী আর দুষ্টু কে !
আমরা সবাই মনুর পুত্র যে !
পাঁচ রাঁধুনীর পঞ্চ ব্যঞ্জন।
স্বাদের রকমফের তোমার আঙুল গুলি যেমন।
এক সহদর নাবিক ছিল
আর এক অজ্ঞ জলে ডুবে খাবি খেল !
বলো ভাত কাপড়ে পুষবে কাকে ?
ফণাটি গোপনে তার সাথেই থাকে।
সাক্ষাৎকার
প্রশ্ন ঃ আকাশ, আপনি কেন এত খোলামেলা?
আপনার সত্যিই কোনো গোপনীয়তা নেই?
আকাশ ঃ আমি রাতের কাছে দিন কে গোপন করি, দিনের কাছে রাত।
মাত্র বারো ঘন্টার তফাত।
প্রশ্ন ঃ আপনি নাকি ঈশ্বর, তবে কেন আপনার দেখা পাওয়া যায়না? আপনি তো সব জানেন।
এমন কী আছে যা আপনার জানা নেই?
ঈশ্বর ঃ সব দেখাতেই আমি আছি।
তাই অদৃশ্যতে আমি কেমন করে দৃশ্যমান হই?আমি তো কিছুই জানিনা তাই জানার চিন্তা আমার নেই। অজানার ভেতর যে বিস্ময় থাকে
সেই তো পরমেশ্বর।
প্রশ্ন উত্তরের পালা যখন শেষ।অবশিষ্ট যা
পড়ে থাকে তাই তো অসীম, অশেষ।