T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় গৌতম বাড়ই

কবিতা- ১
প্রেম
উদাস ছিলে হয়ত
বাতাস এসে থেমে দাঁড়াত
চৌকোণা সব বাড়ি
গাম্ভীর্য তিল নাকের পাশেই
পিঙ্কি রঙা গালে
তোমার উবু সেলাই হয়ে
বুটিক হয়ে ঝরত
আজ থেকে সব সরল হল
রাঙা হল নজরদারি
তোমার রুবিক কিউব প্রেম
আমার মেলানো রঙ-বাহাদুরি
ফল্গু নদীর বসন্ত হাওয়ায়
উড়ছে প্রেম বসন্তের দৈন্য
কবিতা- ২
বিদায় বলতে নেই
সমীপে মেঘ বিদায় বেলায়
ভীষণ কেমন মেঘ
যেন জানালা গলে পড়ে
জমকালো এক বাতাস মাখা
একটু যেন ঝুঁকে তরুলতার দুই বুকে
কষ্ট হচ্ছে খুব
ও বেবী তুই চললি
ও খুকি তোর এবার অনেক দূরেই বাড়ি
ও মেয়ে তুই ভেঙে পাঁজর অবশেষে পাড়ি
কবিতা- ৩
খিলখিল
আজকাল
আমার হাসি পায় শুধু হাসি পায়
হাসতে হাসতে দাঁড়াই ভুট্টা ক্ষেতের ধারে
দেখি ভুট্টারাও হাসছে খিলখিল
ফিরে আসি এ জন্ম ঘুরে অবাধ
শিয়রে করাঘাত
হাসতে হাসতে মৃত্যুর প্রথম প্রশ্নটি
কেঁদে-কেঁদে হাসনুহানা বেঁচে ছিল ?
সেদিন রাতের চাঁদ ভাঙচুর জলে
মৃত্যুর আগে খিলখিল মরেছিল সে–
কবিতা- ৪
একলা
রাতের শরীর ভিজিয়ে আমি তৃপ্ত
রাত দেখেছে গাছের পরে গাছ
জল ঝরেনা তবুও কত সিক্ত।
শুকতারাটি ঝাপসা হঠাৎ করে একা
উদাস কেন দীর্ঘ জীবন- যাপন
ঘাটফেরৎ একলা দীপের শিখা–
কবিতা-৫
অদ্ভূতছড়ানন্দ
গণিকাআলো, আঁধার হাফিস
অরণ্যলন্ঠন, ঝাঁক বেঁধে ঝাঁক
সিধে কথায় পেছনে বাঁশ
হাতে হ্যারিকেন
হল্লাবোল, চেল্লাবি না শ্লা!
ডেকে নিয়েছ ঠেকে শেখোনি
বাসা বেঁধেছে ঘুঘু
দু-পয়সায় বাজার করে দু-পয়সা ভিখ
ডুগ ডুগ ডুগ
তালঠোকরা
আহির কেন?
রাগভৈরবী !
মিথ্যে আলু মিথ্যে দম
কাজ বেশি কথা কম।