T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় Namita Basu

 

I am the care of %

I am the care of obscure hope
with a concealed juncture ,
to setup let with a bride chamber by the nanogey belief.

Here a large gregarious trees and consonant startled the moment ,
The placard brush are hanging on their necks.
Blue eyes broken words are stumbling in front of famine.
Till the ouspicious of beeing birth
the empty practice sound
Sa, Ni, Dha, Pa, Ma, Ga,Re ,Sa.::::::

It’s a cover file,
belief in a short dress,
Here the universe are reflected by only a point.
and wonder is vibrated by the intellectual oblique.
If it is a good of a hiron or fox
So what?

Till I am the exceptional age.
Here the river flows have lost it’s characteristics,
Green are attracted by the palace,

So shabby ,please grown-up in a paved
and request the wind, to push the sky by the two hands for reproduction.
If the seeds are not trunsfusing?
It may be,

But I am now a care of Palm tree,
which stands with one leg in a so high
that is non comparable.

the end.

আমি প্রযত্নে

আমি প্রযত্নে কুহকী আশ্বাস,
আলমোড়া সন্ধিক্ষণ নাবালকি বিশ্বাস দিয়ে বাসর জাগিয়ে রেখেছি।
এখানে শাল অমলা ব্যঞ্জনবর্ন প্রহর কাঁপায়,
গলায় বিজ্ঞাপনের তুলি।
নীল চোখ ,ভাঙা ভাঙা শব্দ হোঁচোট খায়
মন্বন্তরের দরজায় ।
তবু কৌলিন্যের মঙ্গল দীপ ,ফাঁপা গলায় সাধা স্বর
সা, নি, ধা, পা, মা, গা, রে, সা ।

আমি প্রচ্ছদী,
স্বল্প বাসে বিশ্বাস।
বিন্দুতে বিশ্বের আনা গোনা ।
বুদ্ধির তির্যক কেটে বিস্ময়ের কোলে মাথা রাখি।
হয় হোক্ না বক শেয়ালের খাদ্য ভক্ষণ,
তবু তো আমি ব্যতিক্রমী জামানা ।

এখানে নদীগর্ভ কাঁপছে শুস্কতার ফাটলে,
অট্টালিকায় ধাক্কা খায সবুজের আত্রাস,
তাই শান বাঁধানো উঠোনে গাছ তুমি বাড়ো ,
আর বাতাসকে বলো ,আকাশকে দু’হাতে ঠেলে ধরতে,
প্রজন্মের তাগিদে।
কুঁড়ি যদি সঞ্চারী না হয় তা হোক,
তবু তো আমি প্রযত্নে তাল গাছ ,
এক পায়ে দাঁড়িয়ে,
সব গাছ ছাড়িয়ে ।

সমাপ্ত।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।