T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় স্বাগতা ভট্টাচার্য

সম্পর্ক
প্রতিটি সম্পর্ককে প্রেমিকের চোখে দ্যাখো।
কল্পনা করো যাপিত সম্পর্কটি তোমার প্রেমিকা।
তার দু’চোখে পরিয়ে দাও মায়া কাজল।
ঠোঁট দু’খানায় পরিয়ে দাও হাসির গয়না।
আর অপেক্ষারা থাক নাকের নোলক হয়ে পাহারায়, শ্বাসের গতিপথে।
মেঘের মতো খোলা চুলে ছড়িয়ে দাও অভিমান।
দুই ভ্রুয়ের মাঝের ছোট্ট টিপে থাক প্রতিশ্রুতি।
অমরত্ব লাভ করবে সবকটি সম্পর্কই।