T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় আলো বসু

দুর্গতিনাশিনী
মর্ত্যধামে তোমার পতিগৃহ পিত্রালয়ের গল্প আসলে পুরাতনী কথা
সাদা মাটা পৃথিবীতে এখন অনেক আলো
স্পষ্ট হচ্ছে গল্প আর সত্যের তফাৎ
দেবী ছিন্নভিন্ন হলে একান্ন টুকরোয় সতীপীঠ
রান্নাঘর থেকে শোয়ার ঘর, হাড় মাংসে শত টুকরো, ঘর পায় না মর্ত্যের মেয়ে
যে গর্ভগৃহে সন্তানের জন্ম দেয় মা, কার ঘর,বলো?
রান্নাঘরের ঝুলকালিতে ঢাকা পূর্বনারীর নাম
লঙ্কার ঝাঁঝ, ফোঁড়নের গন্ধে কী লেখা বাতাস ঘুরিয়ে ঘুরিয়ে দেখুক তো কেউ!
চার দেয়ালে কার হাসি কার হাহাকার
ড্রইংরুমে আমি কি দেয়ালে ওলটানো ক্যালেন্ডার!
আমাকে চেনে না কেউ! আমাকে! আমার অস্তিত্বে!
আর ওই স্বপ্ন শয্যা!
বিরহ মিলন চোখের জল মান- অভিমান
মরণ দশা সবই কী রন্ধন তপ্ত শরীরী বিকার!
ঘর আমাকে খুঁজে পায়নি কোথাও
আমাকেই ঘর খুঁজে নিতে হচ্ছে
ভুল পথ, ঘুর পথ, ঘুরে ঘুরে একদিন ঠিক পৌছে যাবো আমার ঘরে…