পোশাকের নিপুণতা – অনবদ্য এক উপস্থাপনা

‘Fashion Design’ প্রতিটা মানুষের মুখে যেন বর্তমান যুগে বড্ড বেশি প্রচলন রয়েছে এই কথাটির। চলতে ফিরতে রাস্তা ঘাটে শোনা যায় designer dress। আর designer ড্রেস মানেই এক নতুন থেকে আরেক নতুনত্বের ঠিকানা। তবে design মানেই অনেক খরচা সাপেক্ষ। তাই মধ্যবিত্তের ঘরে ইচ্ছা থাকলেও সুযোগ হয়ে ওঠে না হতে কলমে তা শেখার বা design কে পেশা হিসেবে গ্রহণ করার। তবে যারা হাজার প্রতিকূলতার মধ্যেও নিজেদের অদম্য চেষ্টা বজায় রেখেছে তাদের জন্য ঠিকই একটা ব্যবস্থা হয়ে যায়। সেরকমই একটি সংস্থা হলো Radhika Fashion Institute।
যারা 2015 থেকে সাফল্য মণ্ডিত করে চলেছে এসব ছাত্রীদের। যার পথ চলা শুরু হয়েছিল মাত্র 2জন ছাত্রী নিয়ে। আজ তাদের ছাত্রী সংখ্যা প্রায় 150জন। এবং সেই ছোট ছোট স্বপ্ন গুলোকে বাস্তবায়িত করার জন্য এবং সকলের সামনে তুলে ধরার জন্য কর্ণধার মানসী রক্ষিত গত 4th september আয়োজন করেছিলেন একটি Fashion Show এর। যেখানে প্রতিটা ছাত্রী তাদের নিজেদের পোশাক নিজেরা বানিয়ে সকলের সামনে তুলে ধরেছে। উপস্থিত ছিলেন নানা গুণী ব্যক্তিরা। অনুষ্ঠানের রোশনাই আরও বেশি করে ছড়িয়ে দিয়েছে Show Stopper কেয়া চক্রবর্তী।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।