কবিতায় অভিজিৎ দাসকর্মকার

লেফট্ হওয়া….

তারাখসা পরিবারের মৌলিক অধিকারগুলি আইরিশীয় গন্ধে আমার পাশে শুয়ে আছে-
সম্পাদকমন্ডলীর সদস্য পড়ছে অর্থনৈতিক দান |

বিচারহীন কনিস্কের প্রস্তরখন্ডিত মাথা পড়ে আছে সুদূরে |

কিন্তু হারিয়ে যাওয়া সঙ্গি দেখছে না-

রাতকলায় বিভাজিত জল-গহ্বর
ক্ষয়ে আসা ক্যানভাসে হলুদ অসমাপিকা ক্রিয়া-
শরীর খারাপ দ্যাখে
অত্যন্ত বাঁদরাম প্রশ্রয় করে
কৈফিয়ৎ চায় না, অথবা
অপারেটেড শরীর পড়ে না-

ভালবাসার পটভূমি জুড়ে সাদা বক উড়ে যায় ___
পাখায় আতর মাখা রাষ্ট্রবিভাগ |
আর-
শুয়ে আছে রাস্তার উপরে পথ,
আলো ফুটে ওঠে কুয়াশারই কোলে…

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।