কবিতায় বলরুমে নিবিড় সাহা

পরের শ্রাবনে
তেমন করে আলাপ হলো কই
না বলাই তো থাকলো কত কথা
এমন করেই বিষাদ জেগে থাকুক
সব কথারা ফুরিয়ে গেলে হারায় যথার্থতা
যেমন করে ক্ষণস্থায়ী ফাগুন
পলাশ আগুন জ্বালিয়ে দেয় বনে
তেমন করেই তোমার আসা যাওয়ায়
তুষের গাদায় বিরহী আঁচ, জ্বলেই সংগোপনে
পাখির ঠোঁটে কমলা রঙের বিকেল
দিনের শেষে চেনা কোনো নদীর মতো আসে
ওপারেতে সন্ধ্যাগুলো ভীষণ রকম ধূসর
পার হতে হয় একলা চলার বিবাগী অভ্যাসে
তেমন করে দেখা হলো কই
কত কিছু থাকলো বাকি, স্বল্প পরিসর
না দেখা রা উঠোন জুড়ে শুকিয়ে থাকুক রোদে
পরের শ্রাবন ভিজিয়ে দিতে, বদ্ধ পরিকর