• Uncategorized
  • 0

কবিতায় প্রসেনজিৎ ঘোষ

তুই দেখিসনিই

ভালোবেসেছি তোকে,
একাকী অন্তহীন – নিঃশব্দে।
কখনো ছিলিস, কখনো ভুলেছিস।
তবু জেগেছি ভোরের আলোর মত।
গোধূলির আড়ালে অপেক্ষাও করেছি কত,
প্রতিদিন প্রতিক্ষণে – বারবার প্রতিবার।
তুই দেখিসনিই।
তুই দেখিসনিই – তোর সুখের দিনে –
আমার শরসজ্জা,
আজও একাকী অশ্রুজলে অমলিন।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।