|| পঁচাত্তরে পা, সাবালক হলো না? || T3 বিশেষ সংখ্যায় সৌমেন রায়

আজাদ
গভীর অন্ধকার পেরিয়ে ফুটলো ভোরের আলো অবশেষে স্বাধীনতা এলো
হ্যাঁ ভরত আজাদ হোলো|
প্রতিধ্বনিত হলো জাতীয় সংগীত
ঘুচে গেল সব বেড়ি
আজ শুন্য ঘরে মা বসে রায়
ওরে খোকা কোথায় তুই গেলি?
কত শত বির ও বীরঙ্গনার আত্মত্যাগে আসলো যে সুদিন
তারা হাঁসতে হাঁসতে এগিয়ে গেলো, হলো কত শত গুলির সম্মুখীন
তাদের মাথায় ছিলো দেশ মৃত্তিকার ৠন
আজি তাদের রক্তে শৃঙ্খল মোচনে হলো দেশ
ভারত পুনরায় হয়ে উঠলো স্বাধীন।