|| পঁচাত্তরে পা, সাবালক হলো না? || T3 বিশেষ সংখ্যায় রতন বসাক

খুকুর কৌতুহল
দেখে এলাম বড় পতাকা
পত পতিয়ে উড়ে,
তার তলাতে দাঁড়িয়ে সব
গাইছে গান সুরে।
আজ হয়েছে স্বাধীনতার
পূর্ণ ন’শো মাস,
আমরা নাকি স্বাধীন হই
শত্রু করে নাশ!
গেরুয়া সাদা সবুজ রঙ
দেখে লাগল বেশ,
ভাষণ দিয়ে বলল নেতা
সবার আগে দেশ।
তবুও কেন আমার দেশে
নেতারা চুরি করে,
ঘুষের টাকা সোনা গয়না
জমিয়ে রাখে ঘরে?
বাবা আমায় বলতে পারো
স্বাধীনতার মানে?
খায় না পরে সবাই দেখি
গেয়ে যাচ্ছে গানে।