|| পঁচাত্তরে পা, সাবালক হলো না? || T3 বিশেষ সংখ্যায় নিবিড় সাহা

শুভ স্বাধীনতা দিবস
প্রতিবার উঠে দাঁড়াই, রুখে দাঁড়াই না
একসাথে গলা মেলাই, হাত মেলাই না
মালা দিয়ে বেদী সাজাই, আলো জ্বালাই তো
এখনো যে এতো আঁধার থাকবে কে জানতো
কত ভালো ভালো কথায় এদিন সকাল হয়
বলে রাখে, মনে রাখে না, সে সব করার নয়
পাল্টেছে লোক, থেকে গেছে শোক, সে কান্না
স্বাধীনতা শুধু রাষ্ট্রের হয়, আমার না।