ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

উপেক্ষা
তোমাকে অনেকবার চিঠি লিখেছিলাম
কোন উত্তর তুমি দাওনি,
হয়ত খুব ব্যস্ত ছিলে অন্য কোনখানে।
আজ শেষ বারের মতো চিঠি লিখছি
মনে ধরলে উত্তর দিও
না হয় ফেলে দিও ডাস্টবিনে।
আসলে কি জানো –
কিছুতেই ভুলতে পারি না
সেদিনের সেই অবজ্ঞা, উপেক্ষার স্মৃতিগুলো।
মনের মধ্যে যখন ভীষণ ভাবে
উথাল পাথাল করে,
তখনি কলম ধরে স্মৃতির জালে
তোমাকে বিদ্ধ করি —
আসলে , সম্পর্ক টা কংক্রিট ছিল না
ঘুণে ধরা ছিল,
আলগা হয়ে ঝরে গেল তাই।
সময় করে একদিন এসে
তোমার দেওয়া অবজ্ঞা, উপেক্ষা গুলো
ফিরিয়ে নিয়ে যেও।