|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় উজ্জ্বল দাস

শ্রাবণী বিপর্যয়

বাইশের বুকে রক্তক্ষরণ, শ্রাবনী বিপর্যয়,
চলে গিয়ে তুমি গেঁথেছো মননে
নেই কোনো সংশয়।

দিবস- রজনী, প্রেমে- অপ্রেমে, সুখে- অসুখে-
তোমাতে ঠাঁই,
কত জন্মের আহুতি, হত্যে, নবীন প্রবীণে-
তোমাকে পাই।

ছোটগল্প, প্রবন্ধ আর চিত্রকলার পাশে,
পরতে পরতে পড়েছি তোমাকে না গোনা উপন্যাসে।
“শেষের কবিতা”, “রাজর্ষি”, বউ ঠাকুরানীর হাট”
কবিতা, নাটকে পূর্ন আজিকে ভুবনডাঙ্গার মাঠ।

“নৌকাডুবি’র” রমেশ, কমলা সুশিলা, ক্ষেমঙ্করী
জোড়াসাঁকো ভাসে আবেগে আবেগে নিত্য স্মরণ করি।

বিশ্ব সেদিন স্তব্ধ হঠাৎ গুরুদেব আর নেই
দাবানল হয়ে গেলো সে খবর-
ছেয়ে গেলো অচিরেই।
ঊনবিংশ শতক সে’কাল দশক সে চল্লিশ-
সর্বশান্ত একচল্লিশে অদেখা বিয়াল্লিশ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।