মেহেফিল -এ- শায়র কচি রেজা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বাজির জীবন
কিছুই লুকোইনা, , মা।
উপেক্ষা করেছো
টুকরো করেছো
আত্মহত্যার পুরোটাই দেখেছো ঘাড় ঝুঁকিয়ে
এই বাজির জীবন এর চেয়ে বেশি ভালোবাসতে পারিনা
অগ্নিসংযোজন রুমালে রক্ত মুছে ভাবি
পাখি কি এর চেয়ে বেশি ওড়ে
একদিন সব আঘাতের নীচে দস্তখত করে পাঠাবো।