দিব্যি কাব্যিতে অভিজিৎ

কিশোরী বিড়াই
পৃথিবী নেভাবে জটিলতার উপমা
কালো সাদা অক্ষরে কিয়তকাল আগে
মরচের জল ধরেছে, ঘন রাতে
গৃহিনীর তুচ্ছ আমোদ
যেন জঙ্গল উজাড় করে সযতনে রাখা
কম্পাংক,
এখানে ওখানে শুন সান হাওয়া
একবার চোখ ভরে দেখি আধমরা চাঁদ
কাঁটাবাড়ি গ্রামের পরিধিতে : নিরুপায়
সিঁথিতে যে সিঁদুর লকলক করে
তার আর্তনাদে ঋতু ছুঁয়ে যায় : কিশোরী বিড়াই
দ্বিধাহীন
শাঁখাহীন
এক অনন্ত কানাগলি হেঁটে ফিরি
সন্ধের পর
আগুন মাটির পর তার চৌতাল ধরা পা
তেটে কতা গদি ঘেনে ধা।