কবিতায় পদ্মা-যমুনা তে নুসরাত রীপা

এক লক্ষ কোটি বছরের ঘুম
এক লক্ষ কোটি বছরের ঘুম জমে আছে আমার চোখের পাতায়
এখন ঘুমাবো বলে শয্যা পেতেছি
নদীর জলে বয়ে যাওয়া রোদের বিছানায়
স্রোতের তালে তালে সেতারের মূর্ছনা
আমাকে টেনে নিচ্ছে অনুভূতিহীনতার গভীর অনুভবে
এই যে মানুষ,পশু,পতঙ্গ বা বৃক্ষের সাথে
মিশে ছিলো আমার নিশ্বাস কত অন্ধকার রাত
আলোময় বিকেলের মাঠে জোনাক ফুলের সাথে
কিংবা তোমার আমার আমাদের হাত ধরা দিন
কিছুর লোভেই আর পিছু ফেরা হবে না আমার
চোখের পাঁপড়ি জুড়ে লক্ষ বছরের শ্রান্তি
জমে আছে এক কোটি বছরের ঘুম
এক লক্ষ কোটি বছর ঘুমাবো বলে
আমায় ছুঁয়ে আছে
সবুজ আলোক রশ্মির এক অলৌকিক চাদর–