কবিতায় কুণাল রায়

স্বামীজী
দেবাদিদেবের অংশ রূপে,
জন্ম নিলে এই ধারায়,
এক পরম উদ্দেশ্য সাধনায়
ব্রতী হয়েছিলে তুমি!
ঈশ্বরের প্রতি এক পরম অনাস্থা,
পরিবর্তিত হল সময়ের সাথে,
সান্নিধ্য পেলে এক পরম গুরু –
ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ!
এলেন তিনি জীবনে,
সমৃদ্ধ করলেন প্রতি মুহূর্ত,
সকল একত্রিত শক্তির প্রকাশ
প্রদান করলেন তোমাকে!
পাড় হলে সাত সমুদ্র তেরো নদী,
বিদেশের দরবারে প্রতিষ্ঠিত করলে
বঙ্গভূমিকে!
জয় করলে বিশ্বকে,
বিশ্বের সকল মানুষকে!
ফিরে এলে,
স্থাপিত করলে বেলুড় মঠ।
সকল কর্মের সমাপনে,
ফিরে গেলে আপন আলয়!
সেই তুমি স্বামীজী,
অনন্ত,
অশেষ,
অফুরান!!