দিব্যি কাব্যিতে মলয় দাস(পরিযায়ী)

এস এল আর
সাইবেরিয়া থেকে উড়ে আসা পরিযায়ী,বর্ষার মেঘের পর শরত।নির্বাসিত অতীত অতিথি হয়ে আসে কতো বিস্মৃত পরিযায়ী ডানা মেলে আবার,ক্যামেরা ফ্ল্যাশ ব্যাকে পিছু হাঁটে।
যে স্বপ্ন বাস্তব ছিল কোনদিন ভুলে গিয়েছিলাম
ভূগোলের পাতায় ঝিলের জল বরফ হলে
সাইবেরিয়া বাস্তব হয়, আশ্রয় দেয়
আমরা এস এল আরে ভবিষ্যত তুলে রাখি।বিরহের ভালোবাসা সাইবেরিয়া ধু ধু শূণ্যতা
অশ্রু উষ্ণতায় ক্যাকটাসের জন্ম হয় ।