কবিতায় চিরঞ্জীব হালদার

রাজচন্দ্রপুরের কবিতা
ছড়া তো লিখতে পারি যদি না সে ছড়ায় কিরণ চাঁদের
চাঁদের পাহাড় থেকে পাঠকেরা আমাকেই করে দেবে বের
যদিও তো জামা নেই খঞ্জ দু’পায়ে দেখো ফুটো চপ্পল
ছন্দ ঠিক না হলে দেখা হলে রাজপথে দেবে হরিবোল
চাঁদের অনেক রূপ কপালে তে দিয়েছিল টিপ বাল্যকালে
কখনো প্রেমিকা হয়ে একা পেত্নী দোল খায় জামরুল ডালে
আহা রেগো না মাইরি তোমার কিরনে আমি খাঁক জ্বলে পুড়ে
আমরা বসত করি নিত্য ঘোর অন্ধকার গাঙ্গেয় রাজচন্দ্রপুরে।