দিব্যি কাব্যিতে দেবকুমার মুখোপাধ্যায়

গ্রহণ
দাম্পত্যে গ্রহণ লেগেছে।
দুরারোগ্য এ কোন্ অসুখ
কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে সংসার,যৌবন,
চার হাত ডানা মেলে
পেতে চাইছে স্বাধীন আকাশ,
সে_আকাশে উড়ে যাবে খাঁচাভাঙা পাখি।
উপেক্ষায় কৈশোর কাঁদে,
তার জন্য বরাদ্দ কি ছাত্রের আবাস?
মাঠ, ময়দান নেই
সেইখানে ওৎ পেতে বসে আছে মানুষ_হায়েনা।
শেষের সেদিন কেউ থাকবে না কাছে?
নাকি বৃদ্ধের আস্তানা থেকে
সোজাসুজি শ্মশান_চুল্লিতে ঢুকে পড়া!
শহুরে সমাজ আজ ঢেকে ফেলছে চৌদিক
শুধুই চমক আর জৌলুস বেড়েছে,
জীবন ভিক্ষু আজ
ফুলের সৌন্দর্য আর গন্ধ চেয়ে পেতেছে আসন।