সাতে পাঁচে কবিতায় শীতল বিশ্বাস

অনুযোগ
মেঘ মালঞ্চে তারার ফুল
তার মধ্যে আত্মীয়দের বাড়ীঘর
মল্লারের ডানায় কোন বাদানুবাদ নেই
তীব্র বিচ্ছেদে অনুযোগ নেই
কেবল এই জন্ম জন্মান্তরের কোন যোগ বিয়োগ করবে কিনা জানতে বুঝতে
চন্দ্রাস্ত হয় সন্ধ্যেয়
হাসনুহানার গন্ধ,পদ্মগোখরোকে আবাহন
করে, মেঘ মালঞ্চে টুপটুপ শিশির ঝরে
আহা,বেদনার স্তূপে মধুশ্রী তান তোলে‐–