কবিতায় কুণাল রায়

মা

মৃন্ময়ীর চিন্ময়ী হয়ে উঠবার,
সময় যে আগত,
মৃত্তিকালয়ে প্রস্তুতি তুঙ্গে,
পেয়েছি খবর
আজ সংবাদপত্রে।

মা আসছেন,
মাত্র কদিন বাকি আর!
আনন্দে আত্মহারা ,
সবাই তাই।

কিন্তু সমাজের বুকে,
চলছে হানাহানি,
খুন, ধর্ষণ, অপহরণ
যেন –
হয়েছে নিত্য সঙ্গী!

প্রকৃতিও অপেক্ষায়,
কবে বাজবে শঙ্খ,
ফুটবে ছাতিম ফুল,
করবে পাড়া সব ম ম।

“বেশীদিন নয়”,
বললেন ঈশ্বরী।
আসছেন উনি,
দূর করতে দুঃখ সকল,
মুড়ে দিতে
সোনায় সর্বাঙ্গ!!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।