গদ্যের পোডিয়ামে মালা মিত্র

কথা
কথার ওপর নির্ভর করে অনেক কিছু। কথা তো কেবল মাত্র শব্দমালা নয় তার চাইতে অনেক বেশী কিছু।
গুছিয়ে মনের ভাব অপরপক্ষ কে সুন্দর ভাবে বাক্যে গেঁথে বলা কেই কথা বলতে পারি।
দেখুন কেমন মরমীয়া ভাষায় বলা,’কথা হয়েছিল,তবু কথা হলনা,আজ সবাই এসেছে,শুধু তুমি এলে না’। মনের ক্ষোভ দুঃখ বাক্যে ঢালা।
হয়ত আরো বুঝিয়ে কথা বলা যেত! যা যায় নি!
একজন মানুষের মুখের কথাতেই অনেক বড় বড় সম্পর্ক নষ্ট হয়ে যায়,আবার ঠিক উল্টোটা হল,সুন্দর করে কথা বললে অনেক প্রিয় সম্পর্ক গড়ে ওঠে।জীবন পথে চলার পাথেয় হতে পারে তার কথা।
দূর্মুখ মানুষের থেকে মানুষ একটু দুরত্ব বজায় রাখে,কারণ বাণ হয়ত সহ্য করা যায়,বাক্যবাণ নৈব নৈব চ।
কবি আবার তার প্রিয়ের চঞ্চল চোখে অনেক কথা পড়ে ফেলেন,’এত কথা কি গো কহিতে জানে চঞ্চল ওই আঁখি,আদর সোহাগ প্রেম ভালবাসা অভিমান মাখামাখি ‘।
কোন এক সন্ধ্যায় প্রেমিক প্রেমিকার ঘন হয়ে বসে মনে হতেই পারে,সন্ধ্যা বেলায় তুমি আমি বসে আছি দুজনে,তুমি বলবে,আমি শুনব’,হ্যাঁ প্রিয়ের মুখ নিঃসৃত বাণী,অমৃতের চেয়ে কম কিছু নয়।
জীবন পথে চলার পাথেয় হতে পারে তার কথা।
আবার শ্রীরাধিকার সখীরা বলেন,’কথা কোস্ নে ও রাই শ্যামের বড়াই বড় বেড়েছে’।তবু যত অভিমান ততই শ্যামের কাছাকাছি আসার আরো অনুনয়।
অনেক সময় মনে হয় বিশেষ কাউকে অনেক প্রাণে জমানো কথা বলব,কিন্তু তাকে দেখে বুকে দামামা বাজে,মুখে কথা সরে না,’কত কথা তারে ছিল বলিতে,চোখে চোখে দেখা হল পথ চলিতে’।
মানুষ বুকের ভেতর কি কথা জমিয়ে রাখে ওপর থেকে দেখে বোঝা মুশকিল,কেউ তো তার বুকে ঢুকে দেখতে যাচ্ছে না,সে কি বলতে চেয়েছে।
তাই বলে ফেলুন যা বলতে ইচ্ছা হয় উজার করুন প্রিয়ের কাছে,পরে আফশোষ থাকবে না।
আবার কথা যেন এমন না হয়,যাতে মানুষের আঁতে ঘা লাগে,কথা হচ্ছে ব্রহ্মাস্ত্র,একবার বেরলে তা আর ফিরিয়ে নেওয়া যায় না,কথা বিশাল যুদ্ধের বাতাবরণ সৃষ্টি করতে পারে।
অতএব কথা বলার আগে যথেষ্ট ভাবনা চিন্তা করার আছে,মনে হল আর বলে ফেললাম,তেমন নয়,কথা বলা একটা আর্ট।দয়া মায়া প্রেম ভালবাসা যুক্তি বুদ্ধি সব মিশিয়ে বলতে হবে কথা।কাউকে আঘাত দিয়ে নয়।
আমারো,’কথায় কথায় যে রাত হয়ে যায়,কি কথা রাখলে বাকি’অবস্থা।
কথা নিয়ে বললে শেষ হওয়া মুশকিল,অনেক বাকি রয়ে যায়।
কেউ খুব কম কথায় সুন্দর ভাবে মনের ভাব প্রকাশ করেন,আবার কেউ কেউ সময় নিয়ে গুছিয়ে বুঝিয়ে কথা বলেন,দুজনই ভাল।
কাউকে যন্ত্রণা না দিয়ে কথা বললেই ভাল,তাতে অনেক ক্ষতির সম্ভাবনা থাকে।
গভীর নিশীথের মায়াময় একাত্বতায় প্রিয়া তার প্রিয় কে বলতে পারেন-‘কথা রাখো যেয়ো না,এই মায়া নিশীথে’।
তাই কথা আমরা বলবই,অনর্থক কথা নয়,বাচালতা নয়,কথার মধ্যে কথা নয়,সূঁচ বেঁধানো কথা নয়,কাউকে ছোট করে কথা নয়,বলব সুললিত ভাষায় অন্তরের সবটুকু ভালবাসা মিশিয়ে।