কবিতায় বলরুমে রথীন পার্থ মণ্ডল

মূল্যহীন স্বপ্ন
আমি আজ বড় ক্লান্ত হয়ে পড়েছি
নিজের স্বপ্নকে বিক্রি করতে করতে
যে স্বপ্ন দেখেছিলাম খোলা আকাশের নীচে
তোমার কোলে মাথা রেখে,
চার দেওয়ালের ঘরে, গাছের ছায়ায়,
নদীর জল গায়ে মাখতে মাখতে
দীর্ঘশ্বাস ফেলে সেই স্বপ্নগুলোকে
আজ বিক্রি করতে করতে
সত্যি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি
অথচ অনেকের কাছে এই
স্বপ্ন দেখার কোনো মূল্যই নেই
তারা ধরেই নেয়
আমাদের নাকি স্বপ্ন দেখার অধিকার নেই
সত্যি কথা বলতে অধিকার থাকতে নেই
স্বপ্ন কেবলমাত্র তারাই দেখতে পারে
তাদের দেখা স্বপ্নটাই তো আসল
স্বপ্নে ভালো কিছু না থাকলে স্বপ্নকে
আঁকড়ে ধরার সুখ কোথায়?
আজকাল সে কথা আমরা সবাই ভুলেই গেছি
তাকে কাছে পাওয়ার নীরব লড়াই
সকলেরই চলে জোরকদমে
আসলে আসল স্বপ্নের খোঁজে
আমরা সবাই ছুটে চলি ঐ দূর থেকে দূর প্রান্তে
ছুটতে ছুটতে একদিন
পাল্টে যায় সময়,
পাল্টে যাই নিজে
এইভাবে চলতে চলতে একদিন
আমাদের সব স্বপ্নই মিথ্যা হয়ে যায়।