কবিতায় বলরুমে কেকা মল্লিক

অনামি
বিবেক ছেলেটার নাম ছিলো যাকে মন দিয়েছিলাম,
যার চোখে বিবেকবোধের অভাব দেখেছিলাম।
যুক্তি ছিলো তার প্রযুক্তির যুগে প্রেমে পরা বারন।
বুঝলাম আধুনিকতায় স্বাধীনতা পেয়েছি চরম !
আমার মাথার ভিতর আর অন্তরে বসন্তের প্রেক্ষা
মানবযন্ত্র সে তাই সুযোগের অপেক্ষা, আমি দ্রাক্ষা।
অচেনা কপোত কপোতীর পতপত চেনা পচা গল্প
প্রথম ষোলোতে প্রথম প্রেমের কান্না অতুল্য বিকল্প !
নিজেকে সাজাই আয়নাতে দেখি কবিতা আসে ধেয়ে
জীবন কিন্তু বয়ে যায় ঠিকই প্রেমে অপ্রেম বেয়ে ।