ক্যাফে কাব্যে নীল ভাস্কর

হাওয়ার সুতোয় ভারসাম্য রেখে হাঁটে গাছ
গাছকে আগলে রেখেছে প্রাচীন সমুদ্রপুরুষ
দুজনের দুটো আলাদা পৃথিবী আছে নিশ্চয়ই
আমার পৃথিবীতে গাছ বলে কিছু হয়ই না
আমার পৃথিবীতে সমুদ্র বলেও কিছু নেই
আমার পৃথিবীতে পাঁচিলরা বড় ধূর্ত
আমার পৃথিবীতে কথারা স্থবির
আমি আমার পৃথিবীতে প্রথম সুতো ব্যবহারকারী যক্ষ
আমি পাঁচিলে সুতো বাঁধি আর কথায় সুতো বাঁধি
তারপর টেনে আনি কোলের কাছে
আমার পৃথিবীতে সুতোর নাম সন্তাপ
আর কোনোমতে বাঁচার নাম কবিতা
আমি কবিতা লিখি কবিতা খাই অথবা কবিতা আমাকে…