কবিতায় বলরুমে অলিপা বসু

নিজের অজান্তেই
হয়তো !
কলকাতা থেকে শহরতলির কোন মোড়ে তোমার সাথে ধাক্কা লাগবে আমার
তখন হয়তো ! কথারা বেড়ে গিয়ে পেড়ে ফেলে আবার টেনেও রাখবো সুতোর মত
তোমাকে ছুঁয়ে আরও বেশি করে আরও বেশি নিরবতাকে ছুঁয়ে থাকি
তোমার ভালবাসার কথায় আমার মন ভরে না আর! তোমার মুখে না তাকিয়ে বুকে ঘুমাতে চাই
তুমি কালে ভদ্রে ব’ল,আমি যদি চারটে নদ অতিক্রম করে এসেও বলি তোমাকে ভালবাসি ;তুমি বলবে বাসইতো!
আমাদের দেখা হওয়া ভাঙাচোরা রাতকে করেছ বিভাবরী
আমাদের বসন্ত গুলো বাসি ফুল হয়ে গঙ্গাপারে জমে জমে গন্ধ ছড়ায়
অথচ ওরা সেই জলেই স্নান সেরে পুজোর আসন পাতে,
আমাদের উড়ে যাওয়া বিকেল গুলোকে ওরা সংগ্রহ করে রেখেছে ভাঙা ডাস্টবিনে
ফুল বেলপাতার কাজ শেষ হয়ে গেলে ধুলো, পাথর,কাদা,মরা পোকাদের ধান দূর্বার মত তোমার পায়ে দেয়
জানি তুমি আমারই মত সেগুলোকে নিঃশব্দে এক এক করে সংগ্রহ করছ মননে নৈবেদ্য দেবে বলে
এই ঠোঁট ছোয়া ছুঁয়িকে ওরা বলে
উত্তেজনার বিচিত্র অধিবাস
আমি বলি সবটাই ড্যাস্ এন্ড ম্যাস্ট ॥