কবিতায় বলরুমে পূরবীতা রায় মজুমদার

দিনের রোদ হারিয়ে যায় আঁচল বেয়ে
রাত্রি নামে জানলা ঢাকা পর্দা দিয়ে
চোখের পাতায় অভিমানের টানাটানি
ঘুম নামাতে তখন তুমি, গাইবে জানি…
এমনিতেই প্রখর তাপে ভরা এ মাস
অপেক্ষার আর এক নাম দীর্ঘশ্বাস
অকারণেই মনের ভেতর নীরব ব্যথা
চিঠির মাঝে হলুদ হওয়া তোমার কথা।
ঠিক যেরকম কাঁদলে কিছু হালকা হওয়া
চোখের ভিতর নোনা জলের আসা যাওয়া
মনের ভেতর কিছু মায়া থাকা ভালো
রাত্রি কালো! তুমি আসলে এতো আলো…
ইচ্ছে কোরে হারাই যদি নিরুদ্দেশে
স্পর্শ জানি করবে তুমি সবার শেষে
প্রখর তাপের পরেই তো সেই ঝড় ওঠে
সবার প্রথম আঘাত লাগে নরম ঠোঁটে!