কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

তোমাকে দেখলে
তোমাকে দেখলে আমার হৃদয়
সবুজ ঘাসের গালিচা হয়ে যায়,
আমার কবিতা গুলো তখন ফিরে পায় প্রাণ,
বুকের ভিতরে জমানো কতো কথা বন্যার
জলের মতো নেমে আসে নরম পলিমাটি সহ,
আমার সবকিছু তখন কেমন জানি
এলোমেলো হয়ে যায়,
ছাদবাগানের গোলাপ গুলো তখন
একসাথে আনন্দে হেসে ওঠে,
আমার অভিমানের মেঘ গুলো
বৃষ্টি হয়ে ঝরে পড়ে বুকের ওপর,
আমার সব কষ্ট গুলো চৈত্রের উত্তপ্ত দুপুরে
নিরিহ মহিষের মতো জলকাদায়
আরামে শুয়ে শুয়ে কোথায় জানি উড়ে যায়,
বুকের ভিতরে তখন বাজতে থাকে
রাখালিয়া বাঁশি এবং আমার বিরহের
নদীতে তখন চৈত্রমাসেও নামে আনন্দের ঢল,
শুধু তোমাকে দেখলেই আমার জীবনে এতোকিছু ঘটে যায়, শুধু তুমিই বুঝলে না!