জন্মদিনে শ্রদ্ধা
সিস্টার নিবেদিতা
জন্ম – ২৮ অক্টোবর, ১৮৬৭
মৃত্যু – ১৩ অক্টোবর, ১৯১১
মার্গারেট এলিজাবেথ নোবেল, যিনি তাঁর স্বদেশ আয়ারল্যান্ড ছেড়ে এসে আমাদের প্রিয় ‘সিস্টার’ হয়ে গিয়েছিলেন। বিবেকানন্দ যাঁকে ‘নিবেদিতা’ নাম দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। সেই শিক্ষিকা ও লেখক নিষ্ঠা সহকারে আমৃত্যু এদেশের জন্য, দেশবাসীর জন্য তাঁর মূল্যবান জীবন দান করে গেছেন। তাঁর স্বল্পদিনের জীবনে তিনি যে কাজ করে গেছেন তা তাঁকে অমরত্ব দিয়েছে বললেও কম বলা হয়।বিশ্ব মানবতার কাছে তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আজ তাঁর জন্মদিন।
জন্মদিনে তাঁকে টিম টেকটাচ টক-এর অনন্ত শ্রদ্ধা।
(লেখা- ভজন দত্ত)