মার্গে অনন্য সম্মান সুস্মিতা দত্ত মুখার্জী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৮৯
বিষয় – বুদ্ধপূর্ণিমা
অমৃত
সৎ আচরণই স্বর্গসুখের পথ
সৎ পথে চলার নিলাম শপথ,
মনই শান্তির খনি… মনের দৃষ্টিতে দেখো
বাইরের অনুসন্ধান নিষ্প্রয়োজন, মনে বিশ্বাস রেখো।
শুদ্ধ নিঃস্বার্থ জীবন মহানুভবতায় ভরা
বিবেকে আনন্দ জাগায় সকল ক্লান্তি হরা,
কটুকথা অপেক্ষা মৌনতা ভালো
মনের সংকীর্ণতা দূর করে জ্বলুক জ্ঞানের আলো।
ভাবনায় দৃঢ়তা এলে সংকল্প হবে নিশ্চিত
অনুভবে প্রশান্তি আসুক সফলতা সুনিশ্চিত,
ভুল থেকেই শিক্ষা নিয়ে জীবন এগিয়ে চলুক
ভুল শুধরে আগামী দিনের সঠিক পথ গড়ুক।
সূচনা আর সমাপ্তি জীবনের স্বাভাবিক ধর্ম
ভয়কে জয় করে ইচ্ছেশক্তির বলেই হবে সুকর্ম,
আসক্তি দুঃখ কষ্টের মূল কারণ পরম সত্য
লোভের বসে মোহের বিপাকে ঘটে অনর্থ।
হিংসায় ধ্বংস হয় জন মান প্রাণ
অহিংসা পরম ধর্ম ঈশ্বরের অধিষ্ঠান,
জীবনের ধারক ও বাহক সত্য শান্তি সম্প্রীতি
অকাতরে সুখ বিলিয়ে বুদ্ধের শ্রীচরণে ব্রতী।