কবিতায় রতন বসাক

সুখে থাকতে হলে
মানুষ হলো জীবের সেরা জ্ঞানে গুণে কর্মে হয়
তাই তো বিশ্বে ভালো থাকতে সবার আগে সদা রয়।
তবু কিছু আজও দেখি অমানুষের আছে দল
সত্য পথটা ছেড়ে দিয়ে করতে পারে অনেক ছল।
মানবতার ধার ধারে না নিজের ভালো আগে চায়
সাধু সাজতে অন্যের নামে নিন্দা করে শুধু গায়।
অন্যায় পথে কামাই করে ভরতে থাকে নিজের ঘর
আপন কাউকে ভাবে না তো ভাবে এরা সবাই পর।
মানুষ হয়ে কেন জানি কুটিল হলো এদের মন
ভালোবাসা দূরে রেখে খোঁজে শুধুই অর্থ ধন।
মানব প্রেমিক হয় না এরা অকর্ম সব করে কাজ
যতই বুঝাও বোঝে না যে মনের মধ্যে নাই তো লাজ।
ঈশ্বর মোদের সৃষ্টি করে ভালো থাকি এটাই চান
বাঁচার জন্য যা যা লাগে ভবের বুকে করেন দান।
ভালোবাসা প্রেম পিরিতি সবার মনে দিয়ে দেন
পাপের পথে গেলে পরে সবার শেষে হিসাব নেন।
মানুষ হয়ে মানুষের সব কর্ম করা সবার চাই
করলে পরে তবেই আমরা ধরার বুকে সুখটা পাই।
এসব ছেড়ে অন্যায় কিছু করলে মানুষ বাড়বে দুখ
অমানুষরা থাকলে আমরা পাবো না তো কভু সুখ।