কবিতায় বলরুমে সুরভী চ্যাটার্জী

কালের পুতুলের মতো মেঘ
ছায়ার ভেতরে গভীর ছায়া
পৃথিবী এখন কাতর
বনমানুষের রূপান্তর ভেদী যন্ত্রণায়।
অশ্বখুরের মতো আমার বেঁচে থাকা।
রহস্যের শিকড়ে লেগে থাকা মাটি
আয়নায় বড় মুখ
সেই সব এখন নাইবা বললাম
বহুরাত জাগা আমি হায়নার শব্দে।
আমি এখন ব্যস্ত ভীষন আমার আমিকে নিয়ে
তুমি আসতে পারো বাতাসের নতুন স্তম্ভে গা বাঁচিয়ে।
রক্ত গড়িয়ে গেছে নর্দমায়
বহু যুগ হল
আর সে সব থেকে জন্ম নিয়েছে বহু শহুরে কিট।
কালের পুতুলের মতো মেঘ আসে আর যায়, ঠিক জীবন যেমন হয়।