ক্যাফে কাব্যে বাবলু সরকার

ফেরৎ
একটি
পরিত্যক্ত ফুলের বাগান
তার ভিতরেই দাঁড়িয়ে
এক অশীতিপর বৃদ্ধ
আমি
সেই বাগানেই হাঁটি রোজ
হাঁটতে হাঁটতে
আরেকটি পরিত্যক্ত বাগানের
ভেতর প্রবেশ করে ফেলি
জানি
অশীতিপর আমাকে ফেরাবে না কোনদিন
কারণ ঐ অশীতিপরই যে আমার
অসম্পূর্ণ ও পরিত্যক্ত কবিতার ফসিল ও ধ্বংসাবশেষ।