হৈচৈ ছড়ায় ইতি পাল

অতল সমুদ্রের টান
নীল পাথারে আমি ডুব দিয়েছি , অরূপ রতন , যৌবনের সন্ধানে
রতনের দেখা নেই , পেলাম এক বুক নীল অতল অন্ধকার
অথচ লোনা সমুদ্র স্বাদ বদলে দিয়েছিল শিশিরের স্নিগ্ধতায়
আমার দু’চোখে তখনও জেগে যৌবনের দৃপ্ত অহংকার ।
তখনও সময়ের ছকে বাঁধা তৃপ্তিহীন জীবন পার্থিব আলোয় ভরা
খুঁজে ফেরে অসময়ের জগতের বিস্ময়ের ভাষা অনুক্ষণ ।
আমার সামান্য স্বপ্নের কাছে যত ঋণ ছিল বাকি , চুকিয়ে দিইনি
ঋণ শোধের মুহূর্তটুকু অনভিপ্রেত ভাবে বিষবৎ , তবুও তোমায়
কাঙালের মত ভালোবেসেছি, তোমার নীল চোখ , বাদামী চুলের
ঘ্রাণ নিয়ে যায় কোন্ যৌবনবেলায় , তীব্র ভালোবাসার টানে ।
সেবেলায় মনেও আসে না ,ঋণ শোধের মনোবাঞ্ছার ঘাটতি
তবু ভালোবাসিবার তরে লাভ ক্ষতির হিসেব হয়ে যায় ভুল ।
আবার বার বার ফিরে যেতে চাই সেই সোনার মোড়কে মোড়া
আমার দুবিনুনীর মেয়েবেলায় , আমার চপলতার মেয়েবেলায়
ভালো লাগার স্বপ্নের মায়া কাজলমাখা ডগার চোখের চাহনি
নির্নিমেষে দেখলো ভালোবাসার সমস্ত ঋণ বোঝা হয়ে জমেছে,
তোমায় আজীবন দুচোখ ভরে দেখবো বলে আজও উন্মুখ
খুঁজি তোমায় নীল অতল সমুদ্রের গভীরতায় , ডুবি নীল জলে।