মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৮৮
বিষয় – চেতনা/ আত্মবিশ্বাস/ লেখা
চেতনহীন মনুষ্য জীব
চেতনহীন চৈতন্য,
বল সে কারে কয়?
না ঘটলে চেতনার উন্মেষ,
মানুষ কি আর হয়?
যে মনেতে ডুব দেয়নি,
অরূপ রতন পাবে কোথা?
আপনাকে না জানলে পরে,
মানব জনম যে বৃথা।
মন জমিন পতিত রেখে
ভরা ফসলের ক্ষেত খুঁজে মরি!
সোনার হরিণ ভেবে মিছেই
মরিচীকার পিছেই ফিরি!
বিবেকের দুয়ারে লাগিয়ে তালা,
চাবি রেখে দিই সোনার সিন্দুকে!
শ্রী হীনতায় হাসির খোরাক হয়ে,
গাল মন্দ শুনি নিন্দুকের!
ধরা ছোঁয়ার নাগাল থেকেও,
কেবলই মোরা হারিয়ে খুঁজি।
কাঁচা সোনার আকর জেনো,
এই হৃদয়েরই গলি ঘুঁজি।
চিনতে নারি, নকল ঠাওরে,
উজ্জ্বলতায় চোখ ধাঁধাঁই।
গড়পড়তায় এমনই সব,
মনুষ্য জীব আজ খুঁজে পাই।।