কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

আমার প্রিয় অসুখ
আমার প্রিয় অসুখের নাম, তুমি!
তুমি নামের এই অসুখ থাকুক আমৃত্যু,
অসুখটার তীব্রতা ক্রমেই বাড়তে থাকুক
সারাটা শরীর থেকে হৃদয়ের অলিন্দে,
তারপর শ্বাসের মধ্যে ছড়িয়ে যাক,
এমনকি জিহ্বায় উচ্চারিত প্রতিটি শব্দের
মধ্যেও প্রকাশ পাক এই প্রিয় অসুখ আমার!
আমার সকল হর্ষ বিষাদের ছায়ায় লেপ্টে
থাকুক সর্বদাই এই অসুখের অনুভব,
আমার চোখের আলোয়,
থাকুক আমার বিরহের দীর্ঘতম নদীর
উপচে পড়া ঢেউয়ে সৃষ্ট তীরের ভাঙনের
পলিমাটিতে গজিয়ে ওঠা সবুজ ফসলের বুকে,
থাকুক আমার বুকের মধ্যে নিভৃতে যতনে
তোমাকে না পাওয়ার কষ্টে ঝরতে থাকা
অবিরাম শ্রাবণ ধারাপাতে,
এভাবেই সকল সময়ই থাকো
আমার সঙ্গে প্রিয় অসুখ আমার!