সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

দোলনা
নীলিমা ঠাকুরীয়া হক
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
শরাইঘাট সেতুর প্রবেশ পথে
রঙিণ জালের দোলনা বেচা মানুষটিকে
দেখেছ তুমি
ধুলোর দোলনাগুলিকে
পশ্চিমের দ্রুতগামী বাতাস দোলাতে থাকে
আর দুলতে থাকে সে
পথিক ক্ষণিকের জন্য নাইবা দাঁড়াল
দোলনা একটি নাইবা কিনল
পাশের মদারের গাছ
আড়চোখে তাকালেই হল
মদারের রক্তরাঙা আঙুলগুলি
তার বুকে
হাজারটা দোলনা বুনতে থাকে।