মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৮৬
বিষয় – মূল্যবৃদ্ধি / মধুমাস বৈশাখ / মে দিবস
অগ্নিমূল্য বাজার
চারদিকে শুধু নাই আর নাই,
বুভুক্ষু হাহাকার।
বাজার এখন অগ্নিমূল্য,
দিকে দিকে অনাহার।
ক্ষমতায়নের নিরব যুদ্ধ
নিয়েছে মহামারীর রূপ,
সৃষ্টি ক্ষেপেছে পাপের দাপটে,
নিয়েছে সেও তার বিধ্বংসী রূপ।
দৈনন্দিন জীবনযাত্রা মাঝে আজ
পড়েছে কালের যবনিকা,
কর্মজীবন ধুঁকছে অবিরত,
স্তব্ধ আজ কলের চাকা।
জঠর জ্বালায় ওঠে ক্রন্দন রোল,
জনপদে নেমেছে মৃত্যুর প্রেত ছায়া।
খাদ্য সংকটের মাঝে আজ
ঘোরে কালোবাজারির নগ্ন কায়া।
কেউ মরছে অনাহারে
তিলে তিলে ক্ষয়ে,
কেউ লুটছে ফায়দা, ভরছে তিজোরি,
খেলছে ফাটকা, অসহায় দারিদ্র্যের সুযোগ লয়ে।
সাধুর বেশে অসাধুরই আজ পোয়াবারো,
পসার, রমরমা,
দারিদ্র্যও আজ অতি বড় মহামারী,
তাই দরিদ্রের নেই কোনো ক্ষমা।
দাঁড়িপাল্লা, নিক্তি-গুণতি, হিসাব-নিকাশ,
ঘোষণা দ্রব্যমূল্য বৃদ্ধি,
ক্ষমতাই কয় শেষ কথা
এ সকলই ক্ষমতার সমৃদ্ধি।।