মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৮৫
বিষয় – নববর্ষে বাঙালি / দাবদাহ / নন্দিনী
বাঙালির নববর্ষ
পাটভাঙা ধুতি শাড়ির সাবেকিয়ানায়,
বাঙালির বর্ষবরণের মঙ্গলঘট স্থাপন হয়।
হোক না প্রখর বৈশাখের তেজ,
মনের গভীরে আছে যে রবি ঠাকুরের সেজ।
তাই “এসো হে বৈশাখ” এ করি আবাহন,
খর তাপ দূরে রেখে অন্তরে করি আলিঙ্গন।
মননে চেতনে আঁকা হয় উৎসবের আলপনা,
মিলনমেলার চৌহুদ্দিতে করে সকলেই আনাগোনা।
নৃত্য, গীতে, পাঠে, নাট্যে, জলসা হয় পরিপূর্ণ,
কুশি-লব আর শ্রোতা- দর্শকে, উৎসব হয় সম্পূর্ণ।
বাঙালির বারো মাসে তেরো পার্বণে, বর্ষবরণও যে সামিল,
সকল বিভেদের প্রাচীর ভেঙ্গে, মন অঙ্গনে হয় সবারই মিল।
বাঙালি আবেগে মিশে আছে, আজও বাঙালির নববর্ষ,
উচ্ছাসে ভরা প্রাণ, তাই মনে জাগায় হর্ষ।
আধুনিকতার নব্য সমাজেও সে পায় আপ্যায়ন,
আজও বৈশাখী রাজবেশে সে বিরাজে সিংহাসন।
বছর ভরের মঙ্গল কামনায় হৃদ্যতায় বরি তারে,
প্রতি বৎসর নব নব রূপে আসে সে মোদের দ্বারে।
আহারে- বিহারে, প্রীতি বিনিময়ে, করি তার উৎযাপন,
আবহমানের নববর্ষকে, বাঙালি হৃদয়ে করে বহন।।