কবিতায় অরিন্দম দাস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
জন্মঃ- 4th Aug 1929
মৃত্যুঃ- 13th Oct 1987
বিষয়বস্তু- কিশোর কুমার
চির স্মরণে ‘কিশোর’
‘আভাস কুমার গাঙ্গুলি’,
বিশেষ পরিচিত নাম।
জগতে ‘কিশোর কুমার’,
পরিচয়েই তাঁর সুনাম।
চলচ্চিত্রের অভিনেতা,
বেশ হাস্যরসিক গায়ক।
একাধারে তো সবকিছু,
বাংলায়,হিন্দিতে নায়ক।
বাংলায় তথা ভারতবর্ষে,
তিনি বেশ বিখ্যাত, চর্চিত।
একজন কিংবদন্তি শিল্পী,
জনপ্রিয় বিশিষ্ট চরিত্র।
ইনি হলেন চির কিশোর,
মোদের ‘কিশোর কুমার’।
সিনেমা, সঙ্গীত জগতে
এনার জুড়ি মেলা ভার।
৪ঠা অগাষ্ট- জন্মদিবস,
ওনার শ্রদ্ধায় পালনীয়।
বাঙালিরা বিশেষ গর্বিত,
“কিশোর” চির স্মরণীয়।