ক্যাফে কাব্যে অভিজিত বেজ

লকডাউনের বন্দিদশা
সকাল ছেড়ে দুপুর আসে
বিকাল ছেড়ে রাত,
লকডাউনের বন্দিদশায়
সবাই কুপোকাত,
কে ভিখারি, কেই বা ধনিক, কেই বা মধ্যবিত্ত
মেজাজ এখন খাট্টা সবার সবাই এখন তিক্ত,
ভালো লাগে না কোন কিছুই
শান্তি গেছে চলে,
জীবন এখন রিক্ত – হস্তে
ভাগ্য গেছে ঝুলে,
কি খাবে আজ শ্রমিক, মজুর
মধ্যবিত্ত কাঁদে?
কখন আবার খুলবে চাবি
ছুটবে গ্রাম শহর|