কবিতায় অরিন্দম দাস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বিষয়বস্তু- Friendship
বন্ধুত্বের বন্ধনে
বাল্যকাল হতে কৈশোরে,
কৈশোর পেরিয়ে যৌবনে।
খুনসুঁটি আর ভালোবাসায়
নতুন সব বন্ধুদের সন্ধানে।
সময়টা বেশ ভালোই কাটে,
নির্ভেজাল আড্ডার মাঝে।
সুখে-দুঃখে,আনন্দ-বিষাদে
বন্ধুদের তো পাবেই পাশে।
মস্তিতে খুব খাওয়া দাওয়া,
চলে একসাথে ঘোরাফেরা।
বন্ধু তুমি থাক হৃদয় গভীরে,
আমার বেশ প্রিয়- সর্বসেরা।
4th Aug*Friendship day,
বন্ধুত্বের হয় না বিশেষ দিন।
শোধ হবে না কখনও বন্ধুর
উপকার, ভালোবাসার ঋণ।
মনের সাথে মনের সংযোগ,
অদ্ভুত অদৃশ্য নিপুন বুনন।
বজায় থাকবে বন্ধুর বন্ধুত্ব,
আবেগঘন চির অটুট বন্ধন।