কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জল

শিক্ষার আলোকবিন্দু প্রিয় সহযোদ্ধা হৃদয় মন্ডলের মুক্তির জন্য

সুস্থতা ও সুখ, মানসিক
ভারসাম্যে একটি অবস্থা,
ইন্দ্রিয় দ্বারা উৎপাদিত,
যার স্পর্শ, স্বাদ দ্বারা তৃপ্তি,
দৃষ্টি, শ্রবণ এবং গন্ধ পছন্দসই।

সুস্থতা ও সুখ মনের দিব্যরথ,
যা সামাজিক মিথস্ক্রিয়া দ্বারা উৎপাদিত,স্নেহ,উদ্দীপনা,
সহানুভূতি এবং দেশপ্রেম,
প্রেরণায় মনোবল ফিরে আসা!
বুদ্ধিবৃত্তিক ভিশনটাই
ভবিষ্যৎকে আশ্রয় করে,গড়ে
উঠে নগর, বন্দর শিল্প সংস্কৃতি
সভ্যতা;
শিল্পের প্রশংসা থেকে
সাহিত্য সংস্কৃতির প্রভাবে
চিরজাগ্রত ভাস্কর চিরন্তন
বাকস্বাধীনতা।
অ্যাওয়ার্ড বিজয়ী জন্য নয়!
লিখতে মন ছুয়ে যাওয়া গান,
লিখতে না পারাটা , সুন্দরের
বুদ্ধিবৃত্তিক পূজাকে নষ্ট করা!
যেন উচ্চস্তরে উৎপাদিত
পণ্যের বাজারের ডাষ্টবিনে
ফেলে দেওয়া।
নিবেদনে, আত্মত্যাগে,সেবাও
ভক্তিমূলক,বিজ্ঞান যা-ই হোক
কিংবা নির্ভরশীল বংশোদ্ভূত
পারিবারিক তন্ত্র, সেটা
চিরস্থায়ী কল্যানকর নয়!
এটাই হয়তো পোশাক
পরিচ্ছদে আদ্রতাশূন্য
নয়তো অস্তিত্বের লড়াই!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।