কবিতায় পদ্মা-যমুনা তে আহমেত কামাল

মনে পড়ে
তোমাকে খুব মনে পড়ে,,,
হারিয়ে ফেলা
প্রিয় আংটির মতো।
তুমি কি এখনও শিমুল তলে যাও কিংবা
নিটল দিঘির ঘাট?
অথবা কখনও কি ছুঁয়ে দিতে ইচ্ছে হয়
শিমুল অথবা
মূল।
আমার আর হয়না!
আমি বৃষ্টি দেখি,,,
একাকী পাখি,,,
ঝরা পালক,,,
তবে হ্যাঁ। একবার ছুঁয়ে দিতে ইচ্ছে হয়েছিলো। আর আমি ছুঁয়েও
দিলাম- আগুন!
পরিপক্ব। তবে মরছি না।
জ্বালিয়ে নিচ্ছি,,, এ-জন্ম’কে। নিরবিচ্ছিন্ন ভাবে।